মডেলিংয়ে যাত্রা শুরু মেহজাবীনের বোন মালাইকার
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী এবার পুরোদমে পা রাখলেন শোবিজ অঙ্গনে। একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর মেহজাবীনও সেটি শেয়ার করে বোনকে জানিয়েছেন অভিনন্দন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘মালাইকা চৌধুরী, তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।’
এদিকে মেহজাবীনের পোস্টে ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন মালাইকাকে।
কেউ কেউ বলছেন, মালাইকা দেখতে হুবহু মেহাজীবনের মতোই। কেউ বা দাবি করছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখার।
চার বছর আগে মালাইকা চৌধুরীর সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন মেহজাবীন। সেই থেকেই চাউর হয়েছিল মালাইকা মিডিয়ায় কাজ করবেন।
অনেকে ধারণা করেছিল, ছোট পর্দায় নয়, বড় পর্দায়ই অভিষেক ঘটবে তাঁর। তবে সেটা না হয়ে বিজ্ঞাপনচিত্র দিয়েই মিডিয়ায় পথচলা শুরু করলেন মালাইকা।
Tags
বিনোদন