ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

 

ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’


বিশ্বে দূষিত ১০০টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকের এই তালিকায় শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ২৪০ স্কোরে রাজধানী ঢাকা উঠে আসে দ্বিতীয় স্থানে। 



তালিকায় ওই সময় তৃতীয় স্থানে উঠে আসে ভারতের দিল্লি, যার স্কোর হচ্ছে ২২৬, ইরাকের বাগদাদ ১৯৯ স্কোরে চতুর্থ স্থানে আর ১৯৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে উঠে আসে নেপালের কাঠমাণ্ডু। 

আইকিউএয়ার জানায়, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

নবীনতর পূর্বতন
Magspot Blogger Template
Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال