মহাকাশভিত্তিক পরমাণু অস্ত্র তৈরির মার্কিন অভিযোগ অস্বীকার মস্কোর

 

মহাকাশভিত্তিক পরমাণু অস্ত্র তৈরির মার্কিন অভিযোগ অস্বীকার মস্কোর

রাশিয়া মহাকাশে পরমাণু অস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষের স্যাটেলাইট অকেজো করার ক্ষমতা আয়ত্ত করার চেষ্টা করছে—মার্কিন গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলোতে উদ্বেগ দেখা যাচ্ছে। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য ও নিম্নকক্ষের ইন্টেলিজেন্স কমিটির সভাপতি মাইকেল টার্নারের মন্তব্যকে ঘিরে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। রাশিয়া অবশ্য এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।



ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন প্রতিবেদন সম্পর্কে বিস্তারিতভাবে না জেনে তিনি সরাসরি কোনো মন্তব্য করবেন না।

তবে মহাকাশে রাশিয়ার পরমাণু অস্ত্র প্রয়োগ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সতর্কবাণীর পেছনে তিনি অন্য কারণ দেখছেন। ইউক্রেনের জন্য সে দেশের সহায়তার প্রস্তাব এখনো সংসদে অনুমোদন করাতে না পেরে মার্কিন প্রশাসন মরিয়া হয়ে যেকোনোভাবে সেই লক্ষ্য পূরণ করতে চাইছে বলে পেসকভ পাল্টা অভিযোগ করেন। মার্কিন সিনেটের অনুমোদন পেলেও নিম্নকক্ষে সেই বিল এখনো আটকে রয়েছে।

নবীনতর পূর্বতন
Magspot Blogger Template
Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال