চাহিদামতো গ্যাস দিতে পারলে বিদ্যুতে ভর্তুকি কমত ৭০%: প্রতিমন্ত্রী
বিদ্যুৎকেন্দ্রে চাহিদামতো গ্যাস দিতে পারলে বিদ্যুতের ভর্তুকি প্রায় ৭০ শতাংশই কমে আসত বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, ‘বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে আমাদের গ্যাসের চাহিদা রয়েছে দুই হাজার মিলিয়ন ঘনফুট। কিন্তু আমরা বিদ্যুৎকেন্দ্রে আমদানীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) সর্বোচ্চ গ্যাস দিতে পারছি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। যদি বিদ্যুতে দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস দিতে পারতাম, তাহলে বিদ্যুতের ভর্তুকি প্রায় ৭০ শতাংশ কমে আসত।
মোট গ্যাস সরবরাহের ১৭ শতাংশ যাচ্ছে ক্যাপটিভে (শিল্পের নিজস্ব বিদ্যুৎকেন্দ্র) এবং ৪৩ শতাংশ গ্যাস যাচ্ছে গ্রিড বিদ্যুৎকেন্দ্র।
বৃহস্পতিবার পেট্রোবাংলায় আয়োজিত গ্যাস চাহিদা ও সরবরাহ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, ‘পুরো অর্থনীতি জ্বালানি খাতের ওপর নির্ভরশীল হওয়ায় যথাযথ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। জ্বালানি বিভাগ গণ্ডির মধ্যে আটকে আছে।
কেউ কারো জায়গা ছাড়তে চায় না। আপনারা ডিলিং করেন, আমাদের গ্যাস দরকার। টাকার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রিজার্ভ কমে আসায় দেশীয় গ্যাসফিল্ডের উৎপাদন কমতে শুরু করেছে।